বাংলাদেশ

ঢাকা ও সিলেটসহ কিছু বিভাগে বৃষ্টির সম্ভাবনা

দেশে শীত শীত ভাব। তবে নভেম্বরেও আচমকা বৃষ্টির দেখা মিলছে মাঝে মাঝে। গতকাল শুক্রবার ঢাকা ও কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে। আবহাওয় অধিদপ্তর বলছে আজ শনিবারও (২১ নভেম্বর) দেশের কয়েকটি বিভাগের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন ঢাকা ছাড়াও খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগের কয়েক জায়গায় হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্য জায়গায় আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক। আবহাওয়া অফিস আরো জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে চট্টগ্রামে আর স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গতকাল ঢাকায় তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকে মেঘে ঢেকে আছে রাজধানী ঢাকা। হালকা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস বইতে পারে ঘণ্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে। তাপমাত্রা সামান্য কমতে পারে। এলএবাংলাটাইমস/এনএইচ