বাংলাদেশ

অসুস্থ রিজভীর হার্টে রিং পরানো হয়েছে

হার্ট অ্যাটাকের কারণে অসুস্থ হয়ে পড়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হার্টে অ্যানজিওপ্লাস্টি অপারেশন শেষে রিং পরানো হয়েছে। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শনিবার (২১ নভেম্বর) সকালে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। অপারেশনে অংশ নেন অধ্যাপক ডা. সোহরাবুজ্জামান, অধ্যাপক ডা. লুৎফর রহমান, অধ্যাপক ডা. মাহবুবুর রহমান, ডা. আবদুর জাহেদ ও ডা. মনোয়ারুল কাদির বিটু। রুহুল কবির রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার সংবাদমাধ্যমকে বলেন, স্যার দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গত ১৩ অক্টোবর মানববন্ধন শেষে দলীয় কার্যালয়ে যাওয়ার পথে রিজভীর হার্ট অ্যাটাকের শিকার হন। এরপর তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে। এনজিওগ্রাম পরীক্ষায় রিজভীর হার্টে ব্লক ধরা পড়ে। গত ১১ নভেম্বর বিএসএমএমইউতে তার হার্টের মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং (এমপিআই) টেস্ট করার পর রিজভীর হার্টে রিং পরানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। রিজভীর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, রুহুল কবির রিজভীর হার্টের ভায়াবিলিটি (কার্যক্ষমতা) দেখার পর চিকিৎসকরা এই সিদ্ধান্ত নেন। এলএবাংলাটাইমস/এনএইচ