বাংলাদেশ

মাস্ক না পরলে জেলেও যেতে হতে পারে বাংলাদেশে

মাস্ক ছাড়া বাইরে বের হলে জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। এতেও যদি কাজ না হয় তাহলে কারাগারেও যেতে হতে পারে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন, মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ঢাকা শহরে এখনও অনেকে সর্তক হয়নি, তবে মোটামুটি একটা বার্তা যাচ্ছে যে ফাইন হয়ে যাবে। ফাইন দিতে হবে ৫০০ টাকা।

তারপরও মাস্ক না পরলে জেলে যেতে হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

করোনার টিকার বিষয়ে তিনি বলেন, অক্সফোর্ড থেকে তিন কোটি টিকা কিনবে বাংলাদেশ। প্রথম দফায় এসব টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নীতিমালা অনুযায়ী জনগণের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে।   এলএবাংলাটাইমস/এলআরটি/এন