বাংলাদেশ

ভাস্কর্য আর মূর্তি এক নয়: ধর্ম প্রতিমন্ত্রী

ভাস্কর্য ও মূর্তি এক নয়। এ নিয়ে ভুল বোঝাবুঝি রয়েছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। একই সঙ্গে তিনি এ বিষয়ে উসকানিমূলক বক্তৃতা বা বিবৃতি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ভুল বোঝাবুঝি থাকতেই পারে। আলাপ-আলোচনা করে যেকোনো সমস্যার সমাধান করা যায়। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

বলেন, ‘আমরা ধর্ম-কর্ম যে যেটাই করি না কেন, যার যার ধর্ম তাকে পালন করার সুযোগ করে দিতে হবে। প্রত্যেক ধর্মেই বলা আছে ভালো মানুষ যেন হতে পারি।’   এলএবাংলাটাইমস/এলআরটি/এন