জিয়া
চ্যারিটেবল ট্রাস্ট মামলার বাদী দুদকের
উপপরিচালক হারুনুর রশিদকে জেরা করেছেন
আসামি পক্ষের আইনজীবী। বৃহস্পতিবার খালেদা জিয়ার পক্ষে
তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বাদীকে
জেরা করেন।
এসময় আদালতে বিএনপি
চেয়ারপারসন খালেদা
জিয়া উপস্থিত ছিলেন।
এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়
বাদীর
সাক্ষ্য বাতিল
চেয়ে
খালেদা
জিয়ার
একটি
আবেদন
উচ্চ
আদালতে
বিচারাধীন থাকায়
এই
মামলার
বিষয়ে
তাকে
জেরা
করা
হয়নি।
খালেদার পক্ষে
তার
আইনজীবীর সময়
চাইলে
আদালত
সময়
মঞ্জুর
করে
আগামী
২৩
জুলাই
পরবর্তী জেরা
ও
সাক্ষ্যগ্রহণের জন্য
এই
দিন
ধার্য
রেখেছেন ঢাকার
বিশেষ
জজ
আদালত
আবু
আহমেদ
জমাদার।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও
জিয়া
চ্যারিটেবল ট্রাস্টের অর্থ
আত্মসাতের দুইটি
মামলায়
হাজিরা
দিতে
বিএনপি
চেয়ারপারসন খালেদা
জিয়া
আদালতে পৌঁছান বৃহস্পতিবার সকাল
১০টা
৩৫
মিনিটে।
বকশিবাজারে আলিয়া মাদ্রাসা সংলগ্ন
কারা
অধিদপ্তর প্যারেড মাঠে
ঢাকার
তৃতীয়
বিশেষ
জজ
আদালতের বিশেষ
এজলাসে
জিয়া
এতিমখানা ট্রাস্ট ও
জিয়া
দাতব্য
ট্রাস্ট মামলার
শুনানি
হয়।