জানুয়ারির মধ্যেই বাংলাদেশ করোনা ভ্যাকসিন পাবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের আলোচনায় এ আশা প্রকাশ করেন তিনি।
এসময় জাহিদ মালেক বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত। সরকারি চিকিৎসকের পাশাপাশি করোনায় সেব দানকারী বেসরকারি চিকিৎসকদের প্রনোদনার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীকে সঙ্গে আলোচনা করা হবে। চিকিৎসকের আন্তরিকতা ও সরকারের সঠিক পদক্ষেপের কারণে উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার কম। এলএবাংলাটাইমস/এলআরটি/বি
এসময় জাহিদ মালেক বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত। সরকারি চিকিৎসকের পাশাপাশি করোনায় সেব দানকারী বেসরকারি চিকিৎসকদের প্রনোদনার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীকে সঙ্গে আলোচনা করা হবে। চিকিৎসকের আন্তরিকতা ও সরকারের সঠিক পদক্ষেপের কারণে উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার কম। এলএবাংলাটাইমস/এলআরটি/বি