বাংলাদেশ

মাটির নিচে পাওয়া গেল ৩৪৪টি গুলি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরিত্যক্ত ৩৪৪টি গুলিসহ খোসা পাওয়া গেছে। সোমবার (১১ জানুয়ারি) বিকেল নাগাদ রেলওয়ে পূর্ব কলোনির মাটির নিচ থেকে এগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আখাউড়া ওই এলাকাতে রেলওয়ের উন্নয়ন কাজ চলছে। সেখানে দুই যুবক লাকড়ি কুড়চ্ছিলেন। এ সময় মাটির গর্তের মধ্যে শক্ত একটি মাটির চাকার মত পান। পরে এগুলোতে পরিত্যক্ত গুলিসহ খোসা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময়কার।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রসুল আহমেদ নিজামী বলেন, পরিত্যক্ত অবস্থায় ৩৪৪ পিস গুলিসহ কিছু খোসা পাওয়া গেছে। গুলি গণনা করা গেলেও খোসা কতগুলি তা বুঝা যাচ্ছে না।