বাংলাদেশ

১০ টাকার অ্যাকাউন্ট গতিশীল করার আহ্বান

বাংলাদেশ ব্যাংকের ২০০ কোটি টাকার ঘূর্ণায়মান পুনঃ অর্থায়ন তহবিল রয়েছে। নিয়ামানুযায়ী এ স্কিমের ঋণের আবেদনকারীকে কমপক্ষে ১০ টাকার অ্যাকাউন্ট থাকতে হবে। কিন্তু বিভিন্ন পেশার লোকদের এ অ্যাকউন্ট না থাকায় এ স্কিমের ঋণ বিতরণ হচ্ছে না। তাই ১০ টাকার অ্যাকাউন্ট খোলার কাজ গতিশীল করার প্রয়োজনীয় উদ্যোগ নিতে এবং আশু ব্যবস্থা নিতে দেশের তফসিলি ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে রবিবার একটি প্রজ্ঞাপন জারি করে দেশের কার্যরত সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
 
প্রজ্ঞাপনে বলা হয়েছে—পুনঃ অর্থায়ন তহবিল স্কিমের আওতায় ঋণ-সুবিধা গ্রহণের জন্য আবেদনকারীর আবশ্যিকভাবে ন্যূনতম ১০ টাকার হিসাব থাকতে হবে। কিন্তু বিভিন্ন পেশার লোকদের জন্য ১০ টাকার হিসাব খোলার বিষয়ে কোনো কোনো ব্যাংকের কম আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এ কারণে ২০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল থেকে ঋণ বিতরণ বিঘ্নিত হচ্ছে। এ মতাবস্থায়, প্রজ্ঞাপনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণপূর্বক ব্যাংকসমূহকে ১০ টাকার হিসাব খোলার কাজ গতিশীল করতে প্রয়োজনীয় উদ্যোগ ও আশু ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হলো।
 
প্রসঙ্গত কৃষক, মুক্তিযোদ্ধা, অতি দরিদ্র মহিলা, দুঃস্থ, ছিন্নমূল ও কর্মজীবী শিশু এমনকি ভিক্ষুকরাও যাতে ১০ টাকায় অ্যাকউন্ট খুলতে পারে, সে জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইভাবে স্কুল পর্যায়েও শিক্ষার্থীরাও এ সুযোগ পায় কেন্দ্রীয় ব্যাংক সে ব্যবস্থা করেছে। অন্যান্য অ্যাকাউন্টের মতো এ সব অ্যাকাউন্টের জন্য ন্যূনতম কোনো স্থিতি রাখার প্রয়োজন নেই। বাড়তি কোনো চার্জও আরোপ করা হয় না। ১০ টাকার এ অ্যাকাউন্টধারীদের মধ্যে সবচেয়ে বেশি অ্যাকাউন্ট রয়েছে কৃষকদের।