বাংলাদেশ

গুলি করে ফ্লাইওভার থেকে প্রাইভেটকার ছিনতাই

রাজধানীর বিজয় সরণি সংলগ্ন ফ্লাইওভারে চালককে গুলি করে প্রাইভেটকার ছিনতাই করেছে

দুর্বৃত্তরা। বুধবার ভোররাতে এই ঘটনা ঘটে। আহত চালকের নাম আসিফ আব্দুল্লাহ খান (২৫)।
 
আসিফের সাথে থাকা তার বন্ধু সাব্বির আহমেদও ছিলেন। তিনি জানান, তারা সেহরি খেতে উত্তরা

থেকে পুরান ঢাকায় গিয়েছিলেন। ফেরার পথে বিজয় সরণি সংলগ্ন ফ্লাইওভারে একটি ট্রাক তাদের

প্রাইভেটকারের গতিরোধ করে। ট্রাক থেকে কয়েকজন দুর্বৃত্ত নেমে আসিফকে গুলি করে

প্রাইভেটকারটি নিয়ে যায়। এরপর অন্যদের সহায়তায় আসিফকে ঢাকা মেডিকেল কলেজ

হাসপাতালে নেয়া হয়।
 
তিনি আরো জানান, আসিফের পেটের তলপেটে গুলি লেগেছে। প্রাইভেটকারটি আসিফের বাবা

শামসুদ্দিনের।
 
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, গুলিবিদ্ধ আসিফকে হাসপাতালে

ভর্তি করা হয়েছে।