বাংলাদেশ

ভারতকে বিএসএফের বিরুদ্ধে ওঠা সীমান্ত হত্যার অভিযোগ তদন্তের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

বাংলাদেশ সীমান্তে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের হত্যা ও নির্যাতনের নতুন অভিযোগের তদন্ত এবং জড়িতদের শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ১০ বছর আগে এইচআরডব্লিউর ‘ট্রিগার হ্যাপি’ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর ভারত সরকার বিএসএফকে অবৈধভাবে সীমান্ত পারাপারকারীদের বিরুদ্ধে কিছুটা নমনীয় হতে এবং প্রাণঘাতী গুলির পরিবর্তে রাবার বুলেট ব্যবহারের নির্দেশ দিয়েছিল।

তবে, ভারতীয় এবং বাংলাদেশের বেসরকারি সংস্থাগুলোর বরাত দিয়ে সংস্থাটি বলছে, দুই দেশের সীমান্তবর্তী বাসিন্দাদের ওপর বিএসএফ এখনো বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন এবং দুর্ব্যবহার অব্যাহত রেখেছে। তারা সবসময় বলে আসছে যে, শুধু হামলার স্বীকার হলেই তারা শক্তি ব্যবহার করে।

হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেন, ভারতীয় সরকার বিএসএফকে নমনীয় হয়ে গুলি ব্যবহার না করার যে নির্দেশ দিয়েছিল তা নতুন করে হত্যা, নির্যাতন এবং অন্য মারাত্মক ধরনের নির্যাতন রুখতে পারেনি। তার মতে, সরকার নিরাপত্তা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনতে না পারায় দরিদ্র ও অসহায় জনগোষ্ঠী নতুন করে নির্যাতন এবং হয়রানির শিকার হচ্ছে।   এলএবাংলাটাইমস/এলআরটি/বি