বাংলাদেশ

বাক স্বাধীনতার নামে ক্ষতি করার অধিকার কারও নেই: জয়


বাক স্বাধীনতার নামে ক্ষতি করার অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিবিসির একটি প্রতিবেদন শেয়ার করে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

সজীব ওয়াজেদ জয় লিখেছেন, কোনো দেশেই বাক স্বাধীনতা বলতে নিরঙ্কুশ কিছু নেই। কারও ক্ষতি করার অধিকার আপনার নেই।

পোস্টে তিনি বলেছেন, অনলাইনে এক পোস্টের মাধ্যমে আইন লঙ্ঘনের অভিযোগে ফ্রান্সে বিখ্যাত এক রাজনৈতিক নেতাকে বিচারের সম্মুখিন করা হয়েছে। আমরা ফ্রান্স ও জার্মানির মতো ইউরোপীয় দেশের আদলে আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করেছি।

    A prominent leader of a French political party is on trial for online posts that violate their laws. We had modeled our...

    Posted by Sajeeb Wazed on Wednesday, February 10, 2021

জয় লিখেছেন, যারা আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অভিযোগ করে আসছেন তাদের উচিত তাদের পশ্চিমা প্রভুদের কাছে কান্নাকাটি বন্ধ করা। তাদের বেশিরভাগ পশ্চিমা প্রভুর দেশে একই ধরনের আইন রয়েছে।