বাংলাদেশ

স্কোপাস ইনডেস্ক পাবলিকেশনের তালিকায় আবারও দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল

স্কোপাস ইনডেক্সড (অধিভূক্ত) গবেষণাপত্রের ভিত্তিতে ২০২০ সালে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এছাড়া বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ড্যাফোডিল াবশ্ববিদ্যালয় পঞ্চম স্থান অর্জন করেছে। এর আগে ২০১৯ সালেও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম এবং সরকারি ও বেসরকারি উভয় বিশ্ববিদ্যলয়ের মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছিল। স্কোপাসের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। ৯ মে, ২০২১ তারিখে ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ২০২০ সালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষণা পত্র প্রকাশনা সংখ্যা ৩৮৫টি।

এছাড়াও সম্প্রতি প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইউনিভার্সিটি ইম্প্যাক্ট র‌্যাংকিংয়ে বিশ্বের ১১১৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩০১ থেকে ৪০০ তালিকায় স্থান করে নিয়েছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় যা বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান। এর বাইরেও কিউএস (কোয়াককোয়ারেল সাইমন্ডস) এশিয়া ইইউনিভার্সিটি র‌্যাংকিং-২০১৯ এ এশিয়ার ৫০০ সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় অন্তর্ভূক্তিসহ বাংলাদেশের পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

একটি নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এ এক অনন্য অর্জন। ছাত্র-শিক্ষকের সম্মিলিত গবেষণা এবং গুণগত মানসম্পন্ন গবেষণার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। এর মাধ্যমে বৈশ্বিক পরিসরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নেটওয়ার্কিং সুসংহত হবে। স্কোপাস ইনডেস্ক বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এক ইনডেস্ক। সারা বিশ্বের পিআর রিভিউ গবেষণাপত্রগুলো এখানে প্রকাশিত হয়। বিশ্বের অন্তত ৪০০ খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্তি রয়েছে স্কোপাস ইনডেস্কে।

  এলএবাংলাটাইমস/এলআরটি/বি