গোপালগঞ্জের কাশিয়ানিতে বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। নিহতদের মধ্যে তিন জন নারী।
শনিবার সকাল ১১টায় ঢাকা-খুলনা মহসড়কের ভাটিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে নিহত নড়াইল জেলার জুয়েল মোল্লার ছেলে বাবু মোল্লার পরিচয় পাওয়া গেছে। এছাড়া অপর ছয়জনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ জানায়, কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে গোপালগঞ্জগামী সাগর পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে কালনা থেকে ঢাকাগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবু মোল্লা নিহত হন এবং ১৬ জন আহত হন। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে আরো ছয়জনের মৃত্যু হয়।
শনিবার সকাল ১১টায় ঢাকা-খুলনা মহসড়কের ভাটিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে নিহত নড়াইল জেলার জুয়েল মোল্লার ছেলে বাবু মোল্লার পরিচয় পাওয়া গেছে। এছাড়া অপর ছয়জনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ জানায়, কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে গোপালগঞ্জগামী সাগর পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে কালনা থেকে ঢাকাগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবু মোল্লা নিহত হন এবং ১৬ জন আহত হন। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে আরো ছয়জনের মৃত্যু হয়।