বাংলাদেশ

গফরগাঁওয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের বখুরা গ্রামে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে । এলাকাবাসী সূত্রে জানা গেছে , গত শনিবার (২৫ জুলাই) গভীর রাতে বখুরা গ্রামের কুয়েত প্রবাসী মো. নজরুল ইসলামের ঘরে তালা ভেঙ্গে প্রবেশ করে ৯ ভরি র্স্বণ, মোবাইল, নগদ টাকাসহ প্রয়োজনীয় যাবতীয় মালামাল লুট করে নিয়ে গেছে । প্রবাসী মো. নজরুল ইসলামের স্ত্রী শরিফা আক্তার পলি জানান, আমার স্বামী বিদেশ যাওয়ার পর যা কিছু জিনিষ পত্র করেছিল । সবকিছুই নিয়ে গেছে , কিছুই রেখে যায়নি। প্রায় ৭লাখ টাকার মালামাল নিয়ে গেছে । গত কিছু দিন ধরে যশরা ও বড়বড়িয়া ইউনিয়নে প্রতিনিয়তই চুরি , ডাকাতি বৃদ্ধি পেয়েছে রোববার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত গফরগাঁও থানায় মামলা দায়ের করা হয়নি ।