বাংলাদেশ

স্বাস্থ্য বিজ্ঞানের ‘বেসিক রিসার্চ পদ্ধতি’ নিয়ে ডা. শাওনের বৃহৎ অনলাইন কোর্স

বাংলাদেশে স্বাস্থ্য গবেষণায় প্রশিক্ষণ ও প্রচার জোরদার করার লক্ষ্যে স্বাস্থ্যবিজ্ঞানের প্রাথমিক গবেষণা পদ্ধতিগুলোর উপর মাসব্যাপী বিনামূল্যে অনলাইন কোর্স পরিচালনা করেছেন ডা. মো. সাজেদুর রহমান শাওন। তিনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিষয়ক বিগ ডেটা রিসার্চ সেন্টারে পোস্ট ডক্টরাল গবেষণা ফেলো হিসেবে কর্মরত।

কোর্সটি ২৬ জুলাই ২০২১-এ শেষ হয়েছে। সারা বাংলাদেশ থেকে ৩৫০০ এরও বেশি অংশগ্রহণকারী এই কোর্সে অংশগ্রহণ করেছেন। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কোর্সটিতে অংশগ্রহণকারীদের জন্য গবেষণা পদ্ধতির প্রাথমিক নীতি এবং স্বাস্থ্যবিজ্ঞানের ব্যবহারিক গবেষণা প্রকল্পের উন্নয়নের প্রথম পদক্ষেপগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

কোর্সটি সম্পর্কে ডা. শাওন বলেন,‘‘কোভিড-১৯ মহামারী বাংলাদেশে মানসম্পন্ন স্বাস্থ্য গবেষকের প্রয়োজনীয়তার কথা প্রকটভাবে তুলে ধরেছে। তাই, অক্সফোর্ড এবং ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের মতো বিশ্বমানের প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত প্রশিক্ষণ থেকে আমি গবেষণা ডিজাইন, ক্লিনিকাল ট্রায়াল, প্রমাণ-ভিত্তিক মেডিসিন এবং বায়ো স্ট্যাটিস্টিক্সের মত বিষয়গুলোকে সহজও সাবলীলভাবে বুঝানোর চেষ্টা করেছি।’’

তিনি আরও বলেন, ‘‘ওপেন অ্যাক্সেস লার্নিং এবং জ্ঞানের অবাধ বিতরণের দৃঢ় বিশ্বাসী হিসাবে আমরা কোর্সটি সবার জন্য বিনা খরচে উন্মুক্ত রেখেছি। তাই, যাদের সামর্থ্য নেই কিন্তু গবেষণাপদ্ধতি প্রশিক্ষণের আগ্রহ আছে, তাদের জন্য লকডাউন চলাকালীন সময়ে এই কোর্সটি শেখার সুযোগ দেবে।’’

এই কোর্সে কমপক্ষে ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের এমবিবিএস, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি এবং অন্যান্য স্বাস্থ্যসম্পর্কিত বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহন করেছেন।

আয়োজক ডা. শাওন কোর্স অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক সাড়া সম্পর্কে বলেন, ‘‘লাইভ লেকচারের সময় জুম এবং ফেসবুকলাইভে এক সাথে প্রায় হাজার খানেক অংশগ্রহণকারীকে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। এদের মাঝে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী থেকে শুরু করে পিএইচডি শিক্ষার্থী এবং সহযোগী অধ্যাপক লেভেলের মানুষও ছিলেন!’’

ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনস, বাংলাদেশ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও হায়ার স্টাডি সোসাইটি ( সিইউআরএইচএস) সহ বেশ কয়েকটি ছাত্র-নেতৃত্বাধীন সংস্থা এই অনলাইন লার্নিং উদ্যোগে যোগ দিয়েছিল।