বাংলাদেশ

মক্কায় ক্রেইন উল্টে নিহতদের একজন বাংলাদেশি

সৌদি আরবের মক্কায় মসজিদ আল-হারামে
ক্রেইন উল্টে শতাধিক নিহতের ঘটনায় একজন
বাংলাদেশিও রয়েছেন। রবিবার পররাষ্ট্র
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো
হয়।
শুক্রবারের ওই দুর্ঘটনায় নিহতের নাম
মোহাম্মদ আবুল কাশেম (৪৫)। তিনি
চট্টগ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকেই
নিখোঁজ ছিলেন। বাংলাদেশ হজ মিশনের
মেডিকেল দলের প্রধান ডা. ফিজির হায়াত্
খান সাংবাদিকদের বলেন, শনিবার
নিহতদের ছবি ও পরিচয়পত্র দেখে মোহাম্মদ
আবুল কাশেমের পরিচয় নিশ্চিত হয়েছেন
তারা।
শুক্রবার মক্কায় একটি মসজিদে ক্রেন উল্টে
১০৭ জন নিহত এবং অন্তত ২৩৮ জন আহত হন।
আহতদের মধ্যে ৪০ জন বাংলাদেশি থাকার
কথা জানিয়েছিলেন সৌদি আরবে
বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।