বাংলাদেশ

বন্যায় দেশে ৪২ জনের মৃত্যু

বন্যায় দেশে এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২১ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।

বুধবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ১৭ মে থেকে ২২ জুন পর্যন্ত বন্যায় বিভিন্ন রোগে ৩ হাজার ৪০৩ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয় ৪২ জনের। এর মধ্যে বজ্রপাতে ১২ জন, সাপের কামড়ে একজন, পানিতে ডুবে ২৩ জন এবং অন্যান্য কারণে ছয়জনের মৃত্যু হয়।

নিহত ৪২ জনের মধ্যে সিলেট বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন এবং রংপুর বিভাগে তিনজন মারা গেছেন। এর মধ্যে ময়মনসিংহ জেলায় পাঁচ জন, নেত্রকোণায় পাঁচজন, জামালপুর পাঁচজন, শেরপুরে তিনজন, লালমনিরহাট একজন, কুড়িগ্রামে দুইজন, সিলেটে ১৩ জন, সুনামগঞ্জে পাঁচজন এবং মৌলভীবাজার জেলায় তিনজনের মৃত্যু হয়।   এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]