বাংলাদেশ

‘কালিহাতীর ঘটনায় পুলিশের ব্যর্থতা খুঁজে দেখা হচ্ছে’

পুলিশের ভারপ্রাপ্ত আইজি মোখলেসুর
রহমান বলেছেন, টাঙ্গাইলের
কালিহাতীর ঘটনায় পুলিশের ব্যর্থতা
খুঁজে দেখা হচ্ছে। এ ঘটনায় কোনো
উস্কানি ছিল কিনা তাও দেখা হবে।
তিনি বলেন, ঈদ উপলক্ষে রাজধানীতে
৭ দিনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
নেয়া হয়েছে। ঈদের সময় কোরবানির
হাট, কেনাকাটা ও বাজারসহ বিভিন্ন
স্থানে মানুষের স্বস্তির জন্য সাদা
পোশাকেও নিরাপত্তা বাহিনীর
সদস্যরা সক্রিয় থাকবেন। নিরাপত্তা
জোরদার করায় আইন-শৃঙ্খলা অনেকটা
রক্ষা পাচ্ছে।
রবিবার দুপুরে পুলিশ সদর দফতরে এক
সংবাদ সম্মেলনে মোখলেসুর রহমান
সাংবাদিকদের এসব কথা বলেন। ঈদুল
আজহাকে সামনে রেখে আইনশৃঙ্খলা
নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন
করা হয়।
অন্যদিকে টাঙ্গাইলের কালিহাতীর
ঘটনা নিয়ে বক্তব্যে তিনি বলেছেন,
মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে ২টি তদন্ত কমিটি গঠন করা
হয়েছে। তিনি আরো বলেন, সংঘর্ষের
সময় গুলির ঘটনায় পুলিশের ব্যর্থতা খুঁজে
দেখা হচ্ছে।
উল্লেখ্য, মা-ছেলেকে নির্যাতনের
ঘটনার প্রতিবাদে গত শুক্রবার
কালিহাতী উপজেলা সদরে বিক্ষোভ
করে কালিহাতী ও ঘাটাইলের মানুষ।
পরে পুলিশ গুলি চালালে তিনজন
নিহত হন।