ঈদ উপলক্ষে অতিরিক্ত যানবাহনের চাপে
ঢাকা-আরিচাসহ দেশের বিভিন্নস্থানের
মহাসড়কের যানজট দেখা দিয়েছে। ঢাকা
আরিচা ছাড়াও গাজীপুরের সফিপুর থেকে
কালিয়াকৈর এবং টঙ্গী থেকে চৌরাস্তা
পর্যন্ত বিশাল যানজট রয়েছে। এছাড়া
পরিবহনের বাড়তি চাপের পাশাপাশি
মহাসড়কের পাশের ফিলিং স্টেশনগুলোতেও
গ্যাস নেয়ার জন্য গাড়ির দীর্ঘ লাইন
রয়েছে। পাটুরিয়া ঘাটের আনুমানিক ১১
কিলোমিটার আগে মধুমতি ফিলিং স্টেশনসহ
বিভিন্ন ফিলিং স্টেশনে এমন চিত্র দেখা
গেছে। ঈদের দিন রাত ১২টা থেকে ২৪ ঘণ্টা
ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার
ঘোষণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও
খনিজসম্পদ মন্ত্রণালয়। এতে বলা হয়,
বিবিয়ানা গ্যাসক্ষেত্রের জরুরী
রক্ষণাবেক্ষণের জন্য ঈদের দিন শুক্রবার
রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত
সব সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ
থাকবে।
মূলত এ ঘোষণার কারণে সিএনজিচালিত
অনেক গাড়ির মালিক ও চালক গাড়িতে
গ্যাস ভরছেন। তার ওপর রয়েছে ঈদে
ঘরফেরা গাড়ির বাড়তি চাপ। এর ফলে
গাড়ির ভিড় বাড়ছে ফিলিং স্টেশনগুলোতে।
ঢাকা থেকে বের হতে গাবতলীতে গরুর
হাটের জন্য রাস্তায় অনেকটা যানজটের
দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঢাকা-আরিচা
মহাসড়কের ট্রাফিক পুলিশের পরিদর্শক
আবুল হোসেন জানান, এ রুটে খুব বেশি
যানজট নেই। তবে শতাধিক ছোট গাড়ির চাপ
রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার
(বি আইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের
সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল
বলেন, এ নৌরুটে পদ্মা পারাপারের জন্য
অপেক্ষমাণ বড় পরিবহনের তেমন ভিড় না
থকলেও ছোট গাড়ির বাড়তি চাপ আছে। তবে
ঈদ উপলক্ষে ১৯টি ফেরি সচল থাকায় দ্রুত
যানজট কেটে যাবে বলে আশা করছি। তিনি
জানান, ঈদে ঘাট যানজটমুক্ত রাখতে শুধু
গরুবাহী ছাড়া ট্রাক পারাপার বন্ধ রাখা
হয়েছে।
ঢাকা-আরিচাসহ দেশের বিভিন্নস্থানের
মহাসড়কের যানজট দেখা দিয়েছে। ঢাকা
আরিচা ছাড়াও গাজীপুরের সফিপুর থেকে
কালিয়াকৈর এবং টঙ্গী থেকে চৌরাস্তা
পর্যন্ত বিশাল যানজট রয়েছে। এছাড়া
পরিবহনের বাড়তি চাপের পাশাপাশি
মহাসড়কের পাশের ফিলিং স্টেশনগুলোতেও
গ্যাস নেয়ার জন্য গাড়ির দীর্ঘ লাইন
রয়েছে। পাটুরিয়া ঘাটের আনুমানিক ১১
কিলোমিটার আগে মধুমতি ফিলিং স্টেশনসহ
বিভিন্ন ফিলিং স্টেশনে এমন চিত্র দেখা
গেছে। ঈদের দিন রাত ১২টা থেকে ২৪ ঘণ্টা
ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার
ঘোষণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও
খনিজসম্পদ মন্ত্রণালয়। এতে বলা হয়,
বিবিয়ানা গ্যাসক্ষেত্রের জরুরী
রক্ষণাবেক্ষণের জন্য ঈদের দিন শুক্রবার
রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত
সব সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ
থাকবে।
মূলত এ ঘোষণার কারণে সিএনজিচালিত
অনেক গাড়ির মালিক ও চালক গাড়িতে
গ্যাস ভরছেন। তার ওপর রয়েছে ঈদে
ঘরফেরা গাড়ির বাড়তি চাপ। এর ফলে
গাড়ির ভিড় বাড়ছে ফিলিং স্টেশনগুলোতে।
ঢাকা থেকে বের হতে গাবতলীতে গরুর
হাটের জন্য রাস্তায় অনেকটা যানজটের
দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঢাকা-আরিচা
মহাসড়কের ট্রাফিক পুলিশের পরিদর্শক
আবুল হোসেন জানান, এ রুটে খুব বেশি
যানজট নেই। তবে শতাধিক ছোট গাড়ির চাপ
রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার
(বি আইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের
সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল
বলেন, এ নৌরুটে পদ্মা পারাপারের জন্য
অপেক্ষমাণ বড় পরিবহনের তেমন ভিড় না
থকলেও ছোট গাড়ির বাড়তি চাপ আছে। তবে
ঈদ উপলক্ষে ১৯টি ফেরি সচল থাকায় দ্রুত
যানজট কেটে যাবে বলে আশা করছি। তিনি
জানান, ঈদে ঘাট যানজটমুক্ত রাখতে শুধু
গরুবাহী ছাড়া ট্রাক পারাপার বন্ধ রাখা
হয়েছে।