বাংলাদেশ

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে যুগ্ম সচিবের মৃত্যু

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে প্রাথমিক ও গণশিক্ষা
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রণজিৎ চন্দ্র সরকারের
(৫০) মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে এ
ঘটনা ঘটেছে। নিহত রণজিৎ সরকার প্রশাসন
ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা। মাত্র এক
সপ্তাহ আগে তিনি প্রাথমিক ও গণশিক্ষা
মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক ও গণশিক্ষা
অধিদপ্তরে পরিচালক পদে যোগদান করেন। তার
গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়।
জানা গেছে, রণজিৎ সরকার ছুটি শেষে গ্রামের
বাড়ি নেত্রকোনা থেকে ট্রেনে করে ঢাকায়
ফিরছিলেন। এ সময় এই দুর্ঘটনায় পড়েন তিনি।
মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা রবীন্দ্র
চন্দ্র জানান, তিনি মাত্র যোগদান করেছেন। তার
ব্যাপারে মন্ত্রণালয় কিছুই জানেন না। তবে ধারণা
করা হচ্ছে তিনি ছুটি শেষে বাড়ি ফেরার পথে
দুর্ঘটনায় পড়েছেন। এই কর্মকর্তার মৃত্যুতে
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান
ফিজার শোক প্রকাশ করেছেন।