বাংলাদেশ

র‌্যাব হেফাজতে ইউজিসি কর্মকর্তার মৃত্যু

মেডিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার হওয়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজ র‌্যাব হেফাজতে মারা গেছেন। রিমান্ডে থাকা অবস্থায় বুকে ব্যথা অনুভব করলে বৃহস্পতিবার বিকালে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নেয়া হয় বলে র‌্যাব জানিয়েছে।
 র‌্যাব -৪ এর কর্মকর্তা এএসপি মুজাহিদ বলেন, 'বিকালের দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। সাড়ে ৫টায় তাকে আমরা তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাই। সেখানে সোয়া ৭টার দিকে তার মৃত্যু হয়।' মৃত্যুর কারণের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো চিকিৎসকের বক্তব্য পাওয়া যায়নি। ওমর সিরাজের লাশ ময়নাতদন্তের জন্য রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে নেয়া হয়। তবে র‌্যাবের হেফাজতে থাকার সময়েই ওমর সিরাজের মৃত্যু হয়েছে বলে তার পরিবারের সদস্যরাও অভিযোগ করছেন। মেডিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গত ১৮ সেপ্টেম্বর ওমর সিরাজকে গ্রেফতার করা হয়।