বাগেরহাটে নিত্য নন্দন মৃধা (৬২) নামে এক
ভণ্ড সাধুকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড
দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে জেলা সদর উপজেলার
বিষ্ণুপুর ইউনিয়নের ছোট সিংড়া গ্রাম
থেকে গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতের
বিচারক জেলা কালেক্টরেটের নির্বাহী
ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী
তাকে এ দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, নিত্য
নন্দন মৃধা নিজেকে তান্ত্রিক শক্তির
অধিকারী বলে দাবি করে বেশ কিছুদিন ধরে
স্থানীয় একটি মন্দিরকে কেন্দ্র করে
অবৈজ্ঞানিকভাবে ক্যান্সারসহ বিভিন্ন
জটিল রোগের চিকিৎসার নামে প্রতারণা
করছেন। সম্প্রতি এলাকাবাসী প্রশাসনের
কাছে তার বিরুদ্ধে এমন লিখিত অভিযোগ
করেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক
জানান, নিত্য নন্দন মৃধা হত্যা মামলান
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
আদালতের নির্দেশে তিনি জামিনে
ছিলেন।
ভণ্ড সাধুকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড
দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে জেলা সদর উপজেলার
বিষ্ণুপুর ইউনিয়নের ছোট সিংড়া গ্রাম
থেকে গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতের
বিচারক জেলা কালেক্টরেটের নির্বাহী
ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী
তাকে এ দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, নিত্য
নন্দন মৃধা নিজেকে তান্ত্রিক শক্তির
অধিকারী বলে দাবি করে বেশ কিছুদিন ধরে
স্থানীয় একটি মন্দিরকে কেন্দ্র করে
অবৈজ্ঞানিকভাবে ক্যান্সারসহ বিভিন্ন
জটিল রোগের চিকিৎসার নামে প্রতারণা
করছেন। সম্প্রতি এলাকাবাসী প্রশাসনের
কাছে তার বিরুদ্ধে এমন লিখিত অভিযোগ
করেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক
জানান, নিত্য নন্দন মৃধা হত্যা মামলান
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
আদালতের নির্দেশে তিনি জামিনে
ছিলেন।