মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট
বলেছেন, বাংলাদেশে বিদেশিদের ওপর
আক্রমণের বিশ্বাসযোগ্য তথ্য তাদের কাছে
ছিল। বিষয়টি সরকারকেও অবহিত করা
হয়েছিল। এখন সরকার নিরাপত্তামূলক যে
ব্যবস্থা নিয়েছে তাতে তারা সন্তুষ্ট। আজ
সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত
ডিক্যাব টকে এসব কথা বলেন।
দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডসহ
সাম্প্রতিক ঘটনাগুলোর প্রেক্ষিতে তিনি
বলেন, এসব ঘটনা আমাদের যৌথ উদ্যোগের
গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেয়। এখন খুব
জরুরি হয়ে পড়েছে বাংলাদেশে আইএসের
সম্ভাব্য উত্থান ঠেকানোর উদ্যোগ। এই
ধরনের হুমকি অবহেলা করা উচিত না।
যুক্তরাষ্ট্রের রেড অ্যালার্ট জারির পর এক
ধরনের ভীতি তৈরি হয়েছে, কেন এ ধরনের
রেড অ্যালার্ট দেওয়া হয়েছিল এ প্রশ্নে
বার্নিকাট বলেন, রেড অ্যালার্ট মানে
আমরা কাউকে দেশ ছেড়ে যেতে বা না
আসতে বলিনি। বলেছি ব্যক্তিগত
নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে। নিজ
দেশের নাগরিকদের জন্য এটিই আমাদের
দায়িত্ব। অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি মাসুদ
করিম ও সাধারণ সম্পাদক বশির আহমেদ
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন।
বলেছেন, বাংলাদেশে বিদেশিদের ওপর
আক্রমণের বিশ্বাসযোগ্য তথ্য তাদের কাছে
ছিল। বিষয়টি সরকারকেও অবহিত করা
হয়েছিল। এখন সরকার নিরাপত্তামূলক যে
ব্যবস্থা নিয়েছে তাতে তারা সন্তুষ্ট। আজ
সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত
ডিক্যাব টকে এসব কথা বলেন।
দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডসহ
সাম্প্রতিক ঘটনাগুলোর প্রেক্ষিতে তিনি
বলেন, এসব ঘটনা আমাদের যৌথ উদ্যোগের
গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেয়। এখন খুব
জরুরি হয়ে পড়েছে বাংলাদেশে আইএসের
সম্ভাব্য উত্থান ঠেকানোর উদ্যোগ। এই
ধরনের হুমকি অবহেলা করা উচিত না।
যুক্তরাষ্ট্রের রেড অ্যালার্ট জারির পর এক
ধরনের ভীতি তৈরি হয়েছে, কেন এ ধরনের
রেড অ্যালার্ট দেওয়া হয়েছিল এ প্রশ্নে
বার্নিকাট বলেন, রেড অ্যালার্ট মানে
আমরা কাউকে দেশ ছেড়ে যেতে বা না
আসতে বলিনি। বলেছি ব্যক্তিগত
নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে। নিজ
দেশের নাগরিকদের জন্য এটিই আমাদের
দায়িত্ব। অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি মাসুদ
করিম ও সাধারণ সম্পাদক বশির আহমেদ
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন।