বাংলাদেশ

বাংলাদেশি মিডিয়ার প্রতি জাপানি দূতাবাসের আহ্বান

কোনিও হোশি হত্যাকাণ্ড নিয়ে সংবাদ
প্রচারের ক্ষেত্রে বাংলাদেশি মিডিয়ার
প্রতি তিনটি আহ্বান জানিয়েছে ঢাকাস্থ
জাপানি দূতাবাস।
বলা হয়েছে, সম্প্রচার বা প্রচার করার জন্য
রংপুরে সফররত জাপানি দূতাবাস
কর্মকর্তাদের ছবি নেয়া বা ভিডিও ধারণ
করা থেকে বিরত থাকুন। তদন্তের স্বার্থে
হত্যাকাণ্ডের ঘটনাস্থলে পুলিশের দেয়া
বেষ্টনী লঙ্ঘণ করা এড়িয়ে চলুন।
সর্বশেষ আহ্বানে বলা হয়েছে, কোনিও
হোশির পরিবারের অনুরোধ বিবেচনায় তার
ছবি ব্যবহার করা থেকে বিরত থাকুন;
বিশেষ করে তার হত্যাকা- সম্পর্কিত ছবি।