বিদেশি হত্যাকাণ্ডে বিএনপি
চেয়ারপার্সন খালেদা জিয়া ও
সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক
রহমানকে জড়িয়ে প্রধানমন্ত্রীসহ
মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের
বক্তব্যকে ‘হাস্যকর’ বলেছে
বিএনপি। একইসঙ্গে সরকারের
ব্যর্থতা ঢাকতে বিএনপি নেতাদের
নিয়ে এই ‘অপপ্রচার’ চালানো
হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
শনিবার ঢাকা রিপোর্টার্স
ইউনিটিতে শহীদ জেহাদ স্মৃতি
পরিষদ আয়োজিত এক আলোচনা
সভায় এসব কথা বলেন বিএনপির
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম
খান।
সম্প্রতি ঢাকা ও রংপুরে এক
ইতালীয় এবং এক জাপানি
হত্যাকাণ্ডের পর বিএনপির
চেয়ারপারসন খালেদা জিয়াকে
দায়ী করে বক্তব্য দেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নজরুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রী,
তার ছেলে, স্বরাষ্ট্রমন্ত্রী,
আইনমন্ত্রী, যোগাযোগমন্ত্রী
তারা সবাই বলেছেন, লন্ডনে বসে
দেশনেত্রী বেগম খালেদা জিয়া
ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান
তারেক রহমান বিদেশি খুনের
ষড়যন্ত্র করছেন বা করেছেন।
''একথা শুনে আমার বহু বছর আগে
মধ্য যুগে একটা বাংলা কবিতা
পড়ে যায়- বানরের সঙ্গীত গায়,
শিলা ভাসে জলে, দেখিয়াও না হয়
প্রত্যয়। আমাদের দেশের
ক্ষমতাসীনরা আছেন, তারা
অবিশ্বাস্য ও হাস্যকর সব কথা
বলেন।”
সারাদেশে গ্রেফতার এবং
মামলার সমালোচনা করে নজরুল
ইসলাম বলেন, “এখন এমন কোনো
ইউনিয়ন নেই, যেখানে বিএনপি
নেতা-কর্মীরা গ্রেফতার হয়নি।
এমন কোনো গ্রাম নেই, যেখানে
কোনো না কোনো মানুষ ও
বিরোধী দল করার কারণে মিথ্যা
মামলার আসামি হয়ে পলাতক জীবন
যাপন করছেন না। এটা গণতান্ত্রিক
পরিবেশ হতে পারে না।''
বিদেশি হত্যায় দেশের ভাবমূর্তি
ক্ষুন্ন হয়েছে দাবি করে তা
পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে নজরুল
বলেন, “তা নাহলে বাণিজ্যে
ঘাটতি হবে, দেশের অর্থনীতির
ক্ষতি হবে। দেশে অশান্ত পরিবেশ
হবে। ওই অশান্ত পরিবেশের
মাধ্যমে আমরা কোনো সুবিধা
নিতে চাই না।''
আলোচনা সভায় সভাপতিত্ব করেন
সংগঠনের সহসভাপতি নব্বইয়ের
সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা
হাবিবুর রহমান হাবিব। বক্তব্য
রাখেন যুবদল সভাপতি সৈয়দ
মোয়াজ্জেম হোসেন আলাল, সহ
সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম
আজাদ প্রমুখ।
চেয়ারপার্সন খালেদা জিয়া ও
সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক
রহমানকে জড়িয়ে প্রধানমন্ত্রীসহ
মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের
বক্তব্যকে ‘হাস্যকর’ বলেছে
বিএনপি। একইসঙ্গে সরকারের
ব্যর্থতা ঢাকতে বিএনপি নেতাদের
নিয়ে এই ‘অপপ্রচার’ চালানো
হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
শনিবার ঢাকা রিপোর্টার্স
ইউনিটিতে শহীদ জেহাদ স্মৃতি
পরিষদ আয়োজিত এক আলোচনা
সভায় এসব কথা বলেন বিএনপির
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম
খান।
সম্প্রতি ঢাকা ও রংপুরে এক
ইতালীয় এবং এক জাপানি
হত্যাকাণ্ডের পর বিএনপির
চেয়ারপারসন খালেদা জিয়াকে
দায়ী করে বক্তব্য দেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নজরুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রী,
তার ছেলে, স্বরাষ্ট্রমন্ত্রী,
আইনমন্ত্রী, যোগাযোগমন্ত্রী
তারা সবাই বলেছেন, লন্ডনে বসে
দেশনেত্রী বেগম খালেদা জিয়া
ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান
তারেক রহমান বিদেশি খুনের
ষড়যন্ত্র করছেন বা করেছেন।
''একথা শুনে আমার বহু বছর আগে
মধ্য যুগে একটা বাংলা কবিতা
পড়ে যায়- বানরের সঙ্গীত গায়,
শিলা ভাসে জলে, দেখিয়াও না হয়
প্রত্যয়। আমাদের দেশের
ক্ষমতাসীনরা আছেন, তারা
অবিশ্বাস্য ও হাস্যকর সব কথা
বলেন।”
সারাদেশে গ্রেফতার এবং
মামলার সমালোচনা করে নজরুল
ইসলাম বলেন, “এখন এমন কোনো
ইউনিয়ন নেই, যেখানে বিএনপি
নেতা-কর্মীরা গ্রেফতার হয়নি।
এমন কোনো গ্রাম নেই, যেখানে
কোনো না কোনো মানুষ ও
বিরোধী দল করার কারণে মিথ্যা
মামলার আসামি হয়ে পলাতক জীবন
যাপন করছেন না। এটা গণতান্ত্রিক
পরিবেশ হতে পারে না।''
বিদেশি হত্যায় দেশের ভাবমূর্তি
ক্ষুন্ন হয়েছে দাবি করে তা
পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে নজরুল
বলেন, “তা নাহলে বাণিজ্যে
ঘাটতি হবে, দেশের অর্থনীতির
ক্ষতি হবে। দেশে অশান্ত পরিবেশ
হবে। ওই অশান্ত পরিবেশের
মাধ্যমে আমরা কোনো সুবিধা
নিতে চাই না।''
আলোচনা সভায় সভাপতিত্ব করেন
সংগঠনের সহসভাপতি নব্বইয়ের
সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা
হাবিবুর রহমান হাবিব। বক্তব্য
রাখেন যুবদল সভাপতি সৈয়দ
মোয়াজ্জেম হোসেন আলাল, সহ
সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম
আজাদ প্রমুখ।