বাংলাদেশ

বিদেশী খুনে জড়িতদের পরিচয় শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
বলেছেন, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুই
বিদেশী নাগরিক হত্যা রহস্য উদঘাটনের জন্য
নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আইনশৃংখলা বাহিনী তাদের
প্রচেষ্টা অব্যাহত রেখেছে। খুব শিগগিরই
হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন এবং এর সঙ্গে
জড়িতদের পরিচয় জানা যাবে।
রোববার সকালে গাজীপুরের সফিপুরে
বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর
নবনিযুক্ত ৩৩তম বিসিএস (আনসার) কর্মকর্তাদের
সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে
স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সারাদেশের কারাগারগুলোতে প্রায় এক
হাজার বিদেশী সাজাপ্রাপ্ত বন্দি রয়েছে। এদের
মধ্যে অনেকের সাজার মেয়াদ শেষ হয়ে
গেলেও তারা নিজ দেশে ফিরে যেতে পারছে
না। ওই সব বন্দিদের নিজ নিজ দেশের
দূতাবাসগুলোকে বিষয়টি অবহিত করা হলেও তারা
কারাগার থেকে তাদের ফিরিয়ে নিচ্ছেন না।
আসাদুজ্জামান কামাল জানান, বাংলাদেশে ২ লাখ ১৭ হাজার
৭০০ বিদেশী রয়েছে। তারা বিভিন্ন পেশায়, বিভিন্ন
কোম্পানীর কনসালটেন্ট হিসেবে কাজ
করছেন কেউ বিভিন্ন মেডিকেল কলেজে শিক্ষা
গ্রহণ করছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সকালে সফিপুরে বাংলাদেশ আনসার
ও ভিডিপি একাডেমিতে পৌঁছালে আনসার ও গ্রাম
প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল
মো. নাজিম উদ্দীন তাকে স্বাগত জানান।
তিনি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৩তম বিসিএস
(আনসার) কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ ও মাস্টার্স
ইন হিউম্যান সিকিউরিটি (এমএইচএস) প্রোগ্রাম সমাপ্ত
এবং সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ
করেন। এ ব্যাচে ১৮জন সহকারী পরিচালক ১৫ মাস
মেয়াদী এ প্রশিক্ষণ সম্পন্ন করেন। এর মধ্যে
১৫জন পুরুষ ও তিন জন নারী রয়েছেন।
অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর
মহাপরিচালক ছাড়াও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার
জেনারেল মো. জসিম উদ্দিন, গাজীপুর জেলা
আসনার কমান্ডেন্ট ড. মো. সাইদুর রহমানসহ
বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।