বাংলাদেশ

১০ হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগ ।। সত্যি নাকি শুধু আশ্বাস!

আরও ১০ হাজার সিনিয়র স্টাফ নার্স
নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
একই সঙ্গে স্টাফ নার্স ও সিনিয়র স্টাফ
নার্সদের বয়সসীমা ৬ বছর বাড়ানোরও
সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বয়সসীমা
২০১৮ সাল পর্যন্ত কার্যকর হবে। আজ
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার
বৈঠকের পর মন্ত্রিপরিষদসচিব
মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা
সাংবাদিকদের এ কথা জানান। তিনি
বলেন, সিনিয়র স্টাফ নার্স নিয়োগের
যে বিধিমালা রয়েছে, তা শিথিল করে
এ প্রস্তাব অনুমোদন করেছে
মন্ত্রিসভা।
উল্লেখ্য সরকার অনেক আগেই ১০ হাজার নার্স নিয়োগের ঘোষণা দেয়। কিনুতু নিয়োগ দিয়েছে হাতে গোনা কয়েক জনকে । অন্যদিকে দেশে বিভিন্ন হাসপাতালে হাজার হাজার সিনিয়ার স্টাফ নার্সের পদ খালি পরে আছে। জনগনের স্বাস্থ্য সেবা মুখ থুবড়ে পড়ে আছে। তাই প্রশ্ন জেগেছে , ১০ হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগ  ।। সত্যি নাকি শুধু আশ্বাস!