বাংলাদেশ

বান্দরবানে একে-৪৭ ,রাইফেলসহ আটক ৩

বান্দরবানে একটি হোটেলে অভিযান
চালিয়ে আধুনিক আগ্নেয়াস্ত্র ও
গোলাবারুদসহ তিন অস্ত্র বিক্রেতাকে
আটক করেছে র্যাব।
গ্রেফতার তিনজন হলেন- লাল পিয়াল থা
বম (৪৮), বা মু বম (৪৫) ও সিন থাই চাকমা
(৪৪)।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বান্দরবান
সদরের মাষ্টার গেস্ট হাউজ নামে একটি
হোটেলে অভিযান চালিয়ে তাদের
আটক করা হয়।
তাদের কাছ থেকে তিনটি একে-৪৭
রাইফেল দু'টি বিদেশি পিস্তল ও দু’টি
ম্যাগজিন এবং চার রাউন্ড গুলি, চারটি
মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযানে থাকা র্যাবের চট্টগ্রাম
জোনের পরিচালক লে. কর্ণেল
মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, গোপন
সংবাদের ভিত্তিতে তিন উপজাতীয়
অস্ত্র বিক্রেতাকে আটক করেছি।
তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার
করা হয়েছে।
এদের মধ্যে লাল পিয়াল থা বম ও বা মু
বমের বাড়ি বান্দরবানের রুমায় এবং সিন থাই
চাকমার বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলায়।