দুর্নীতির মামলায়
বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র
সাদেক হোসেন খোকার ১৩ বছরের সশ্রম
কারাদণ্ড দিয়েছেন একটি আদালত।
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য
গোপনের অভিযোগে মঙ্গলবার সকালে
এই রায় ঘোষণা করা হয়। সাদেক হোসেন
খোকা বর্তমানে দেশের বাইরে
রয়েছেন।২০০৭ সালে ৬ ডিসেম্বর সাদেক
হোসেন খোকা দুই কোটি ৪৪ লাখ ৮৭
হাজার ৮৬ টাকা সম্পদের হিসাব দাখিল
করেন। কিন্তু তদন্ত করে ৯ কোটি ৭৬ লাখ
২৮ হাজার ২৬১ টাকার জ্ঞাত আয়
বহির্ভূত সম্পদ অর্জন ও ৯ কোটি ৬৪ লাখ
তিন হাজার ৬০৯ টাকার সম্পদের তথ্য
গোপনের অভিযোগ পায় দুর্নীতি দমন
কমিশন। এই অভিযোগে ২০০৮ সালের ২
এপ্রিল একটি মামলা করে দুদক। ২০১৪
সালের ৩০ অক্টোবর মামলায় অভিযোগ
গঠন করা হয়। মামলায় তার স্ত্রী ইসমত
আরাকেও আসামি করা হয়েছে। কিন্তু
হাইকোর্ট তার অংশের মামলার
কার্যক্রম স্থগিত করেছে। সাদেক
হোসেন খোকার ছেলে ইসরাক হোসেন ও
মেয়ে সারিকা সাদেকের বিরুদ্ধে
মামলায় অভিযোগ আনা হলেও,
অভিযোগপত্রে তাদের অব্যাহতি দেয়া
হয়েছে।
বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র
সাদেক হোসেন খোকার ১৩ বছরের সশ্রম
কারাদণ্ড দিয়েছেন একটি আদালত।
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য
গোপনের অভিযোগে মঙ্গলবার সকালে
এই রায় ঘোষণা করা হয়। সাদেক হোসেন
খোকা বর্তমানে দেশের বাইরে
রয়েছেন।২০০৭ সালে ৬ ডিসেম্বর সাদেক
হোসেন খোকা দুই কোটি ৪৪ লাখ ৮৭
হাজার ৮৬ টাকা সম্পদের হিসাব দাখিল
করেন। কিন্তু তদন্ত করে ৯ কোটি ৭৬ লাখ
২৮ হাজার ২৬১ টাকার জ্ঞাত আয়
বহির্ভূত সম্পদ অর্জন ও ৯ কোটি ৬৪ লাখ
তিন হাজার ৬০৯ টাকার সম্পদের তথ্য
গোপনের অভিযোগ পায় দুর্নীতি দমন
কমিশন। এই অভিযোগে ২০০৮ সালের ২
এপ্রিল একটি মামলা করে দুদক। ২০১৪
সালের ৩০ অক্টোবর মামলায় অভিযোগ
গঠন করা হয়। মামলায় তার স্ত্রী ইসমত
আরাকেও আসামি করা হয়েছে। কিন্তু
হাইকোর্ট তার অংশের মামলার
কার্যক্রম স্থগিত করেছে। সাদেক
হোসেন খোকার ছেলে ইসরাক হোসেন ও
মেয়ে সারিকা সাদেকের বিরুদ্ধে
মামলায় অভিযোগ আনা হলেও,
অভিযোগপত্রে তাদের অব্যাহতি দেয়া
হয়েছে।