১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বাকশাল গঠনের দিনকে ‘গণতন্ত্র হত্যা’ দিবস উল্লেখ করে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ বুধবার বেলা দুইটার পর কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।
সমাবেশ উপলক্ষে দুপুরের পর থেকেই শত শত নেতা–কর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। বেলা দুইটার আগেই পশ্চিমের নাইটিঙ্গেল মোড় থেকে শুরু করে পূর্ব প্রান্তের ফকিরাপুল মোড় পর্যন্ত ব্যানার, প্ল্যাকার্ড হাতে নেতা–কর্মীরা অবস্থান নিতে শুরু করেন।
এ সড়কের এক পাশ বিএনপির নেতা–কর্মীরা দখলে নিয়েছেন। বেলা আড়াইটায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সড়কের অপর পাশ দিয়ে যানবাহন চলাচল করতে দেখা দেখা গেছে। বিএনপি আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক পাহারায় আছেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশ চলছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলের জ্যেষ্ঠ নেতারাও বক্তব্য দেবেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস