উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সীমিত পরিসরে চলাচল শুরু করেছে দেশের প্রথম মেট্রোরেল। এ পথে ৯টি স্টেশন থাকলেও আপাতত চালু করা হয়েছে দুটি।
বুধবার (২৫ জানুয়ারি) সকালে যুক্ত হয়েছে পল্লবী স্টেশন। সম্প্রতি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক এমএএন ছিদ্দীক বলেন, ফেব্রুয়ারি মাসে মেট্রোরেলে যুক্ত হচ্ছে আরও দুই স্টেশন।
ডিএমটিসিএল পরিচালক আশা প্রকাশ করে বলেন, মিরপুর ১০ ও উত্তরা সেন্টার স্টেশন দুটি চালু হলে মেট্রোরেলে যাত্রীসংখ্যা আরও বাড়বে। মূলত যাত্রীদের অভ্যস্ত করতেই পর্যায়ক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, মিরপুর ১০ অঞ্চল সবচেয়ে বেশি জনবসতিপূর্ণ এলাকা। একই সঙ্গে যাত্রীদের বড় হাব। তাই কর্তৃপক্ষ এবার ওই স্টেশন উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে এ স্টেশন থেকে যাত্রীরা মেট্রোরেলে উঠতে এবং নামতে পারবেন।
স্টেশনগুলোতে নিরাপত্তার জন্য পুলিশের সহায়তা নেয়ার কথা জানিয়েছেন এমএএন ছিদ্দীক। যদিও মেট্রোরেলের জন্য বিশেষায়িত পুলিশ গঠন করার কথা ছিল; কিন্তু এখনও তা বৈঠক আর সুপারিশ পর্যায়েই আছে।
নিরাপত্তা ও কারিগরি কর্মকর্তাদের অভাবেই কী সব স্টেশন একবারে চালু করা হয়নি, এমন প্রশ্নের উত্তরে ব্যবস্থাপনা পরিচালক বলেন, 'লোকবলের কোনো ঘাটতি নেই। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করেই সিদ্ধান্ত হয়েছে'।
এলএবাংলাটাইমস/এজেড