জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বেলজিয়ামের রানী মাথিল্ডে মেরি ক্রিস্টিন জিলেইনের সম্মানে আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। মঙ্গলবার রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি সূচনা বক্তব্য রাখেন। খবর বাসসের
এ সময় তারা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতিতে বেলজিয়ামের সহযোগিতা, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।
এর আগে সোমবার তিনদিনের সফরে বাংলাদেশে পৌঁছেছেন বেলজিয়ামের রানী মাথিল্ডে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অ্যাডভোকেট (দূত) হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন মাথিল্ডে। তিনি বেলজিয়ামের প্রথম রানী যিনি ঢাকা সফরে এসেছেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস