বাংলাদেশ

কক্সবাজারে ছাত্রলীগ নেতার রগ কাটলো শিবির

কক্সবাজার শহরে রাজিবুল ইসলাম
মোস্তাক নামে এক ছাত্রলীগ নেতার
হাতের রগ কেটে দিয়েছে শিবির
কর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে
বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলা
জামায়াত অফিসে অগ্নিসংযোগ করেছে
ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় বেশ
কয়েকটি দোকানও ভাংচুর করা হয়।
আতংকিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি
করতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১০ জন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) শহরে
থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি
নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা
হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্রে
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার
দিকে কয়েকজন শিবির কর্মী কক্সবাজার
সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ
সম্পাদক রাজিবুল ইসলাম মোস্তাককে মারধর
করে হাতের রগ কেটে দেয়।
খবর পেয়ে ছাত্রলীগের বিক্ষুব্ধ
নেতাকর্মীরা মিছিল সহকারে গিয়ে
অতর্কিতভাবে শহরের হাসপাতাল সড়কের
জেলা জামায়াত অফিসে আগুন ধরিয়ে দেয়।
দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে
আগুন নিয়ন্ত্রণে আনে। জেলা ছাত্রলীগের
সভাপতি ইশতিয়াক আহমদ জয় শিবির কর্মীরা
ছাত্রলীগ নেতা মোস্তাকের হাতের রগ
কেটে দিয়েছে বলে জানায়। সহকারী পুলিশ
সুপার ছত্রধর ত্রিপুরা বলেন, বর্তমানে
পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শহরে
অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা
হয়েছে।