পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে এবারও ফাঁকা থাকবে রাজধানী। এ সময় সড়কে গাড়ির উপস্থিতিও কম থাকবে। তবে ছুটির সময়ে বন্ধ হবে না মেট্রোরেলের চলাচল। প্রতিদিনের মতো সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল। তবে ঈদের দিন মেট্রোরেল চলবে বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে। অফিস আদেশে আরও বলা হয়েছে, ২০ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি উপলক্ষে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও—এই ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।
এ ছাড়া ২২ এপ্রিল ঈদ হওয়া সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতরের পরদিন থেকে আবারও সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে আগারগাঁওয়ে ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে ১০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। তবে সাপ্তাহিক বন্ধের দিন (মঙ্গলবার) মেট্রোরেল চলবে না।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস