বাংলাদেশ

রাষ্ট্রপতির এপিএস হচ্ছেন পুলিশ সুপার জাহাঙ্গীর আলম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) হচ্ছেন পুলিশ সুপার (এসপি) এস এম জাহাঙ্গীর আলম সরকার। গত বুধবার তাঁকে নিয়োগ দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি দিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়। চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর আগে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের এপিএস ছিলেন নাহীদ পারভীন। পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীরের কবি, লেখক ও কণ্ঠশিল্পী হিসেবেও পরিচিতি আছে। ‘সেই বাইগার নদী থেকে বঙ্গবন্ধু’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গান ও কবিতা লেখার পাশাপাশি জঙ্গিবাদ ও জননিরাপত্তা বিষয়ে লেখালেখি করেন তিনি। বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকালে মানবিক কাজের জন্যও আলোচিত এসপি জাহাঙ্গীর। রাষ্ট্রপতির এপিএস হিসেবে নিয়োগ পেতে যাওয়া জাহাঙ্গীর পুলিশের বিসিএস ২২ ব্যাচের কর্মকর্তা। ২০১৯ সালে তিনি ফেনীর এসপি ছিলেন। সে সময়ের আলোচিত ঘটনা– জেলার সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফির মৃত্যুর পর এ কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ সদরদপ্তরে যুক্ত করা হয়েছিল।



এলএবাংলাটাইমস/আইটিএলএস