বাংলাদেশ

দেশের মানুষের গড় আয়ু বাড়ার পেছনে টিকার অবদান রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমি মনে করি দেশে টিকাদান কর্মসূচিতে সফলতা অনেক। শিশু মৃত্যুর হার কমেছে, মায়ের মৃত্যুর হার কমেছে। টিকা সেখানে বড় অবদান রেখেছে। এখন আমাদের দেশে গড় আয়ু ৭৩ বছর। টিকা এখানে অনেক বড় ভূমিকা রেখেছে। রোববার (০৭ মে) রাজধানীর সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বল রুমে বিশ্ব টিকাদান সপ্তাহ’র আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি আশা করবো যে কার্যক্রম চলছে সেটা আরও ভালোভাবে চলমান থাকবে, আমাদের ভালো রাখতে হবে। আমরা সংক্রামক ব্যাধির ক্ষেত্রে সফলতা অর্জন করেছি। কিন্তু অসংক্রামক ব্যাধি বাড়ছে। আমাদের সেদিকেও নজর রাখতে হবে। ক্যানসার, যক্ষ্মা, হার্টের রোগীদের জন্য আটটি হাসপাতাল নির্মাণের কাজ চলমান রয়েছে। অনুষ্ঠানে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, বাংলাদেশ টিকাদানের ক্ষেত্রে অনেক সফলতা অর্জন করেছে। আমি মনে করি বাংলাদেশ যেটা করেছে তা দৃষ্টান্ত হয়েছে ও টিকাদানের ক্ষেত্রে বিশ্বের অনেক দেশের চেয়ে এগিয়ে আছে। এ সময় তিনি ইউনিসেফের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান। অনুষ্ঠানে জানানো হয়, এবারে মূল প্রতিপাদ্য বিষয় ‘দ্য বিগ ক্যাচ’ অর্থাৎ ‘জনগণ ও বৈশ্বিক সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টায় অতিমারী পরবর্তী সময়ে তথা ২০২৩ সালের মধ্যেই টিকা না পাওয়া শিশুদের টিকা নিশ্চিতকরণ’। এ কর্মসূচি চলবে আগামী জুন পর্যন্ত। এলএবাংলাটাইমস/এজেড