বাংলাদেশ

জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক এবং দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ছিলেন। প্রতিবছর দিনটি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী হিসেবে পালন করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। এবার ১৮ দিনব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে গতকাল সোমবার রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা হয়। আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়ে দলের পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে। কালো ব্যাজ ধারণ করবেন নেতাকর্মী। সকাল ১১টায় জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ, দুপুরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে। আগামী ১ জুন জাসাস, ২ জুন সম্মিলিত পেশাজীবী পরিষদ, ৪ জুন শ্রমিক দল, ৮ জুন তাঁতি দল, ১০ জুন মৎস্যজীবী দল এবং ১৫ জুন পর্যন্ত অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণতন্ত্রকামী প্রায় ৪০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ক্ষমতাসীনরা ন্যায়সংগত আন্দোলন দমন করছে। এ অবস্থায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানকে বারবার অনুসরণ করতে হবে।’



এলএবাংলাটাইমস/আইটিএলএস