বাংলাদেশ

সিলেটে নির্ধারিত স্থানে সমাবেশ করতে পারেনি জামায়াত!

পুলিশের অনুমতি না পাওয়ায় সিলেট নগরীতে আয়োজিত আজকের (শনিবার) সমাবেশ স্থগিত করেছে জামায়াতে ইসলামী।আজকের পরিবর্তে ২১ জুলাই সিলেট রেজিস্ট্রি মাঠে সমাবেশ করারও ঘোষণা দিয়েছে দলটি। শনিবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে নগরীর আল হামরা শপিং সেন্টারের রচিমন্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াত নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী। আজ শনিবার বেলা ২টায় (১৫ জুলাই) সিলেটের রেজিস্ট্রারি মাঠে বিভাগীয় সমাবেশ করার কথা ছিল জামায়াতে ইসলামীর। তবে পুলিশের পক্ষ থেকে অনুমতি মেলেনি। এর আগে শুক্রবার সকালে রেজিস্ট্রারী মাঠ থেকে জামায়াত-শিবিরের ৭ কর্মীকে আটক করে পুলিশ। সিলেট মহানগর জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের পক্ষ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ১০ দফা দাবিতে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত ঐতিহাসিক রেজিস্টারি মাঠে শনিবারের শান্তিপূর্ণ জনসভায় প্রশাসন কর্তৃক অনুমতি না দেয়ায় সিলেটবাসী বিস্মিত, হতবাক। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে দেশে গণতন্ত্র ও আইনের শাসন বলে কিছু নেই। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে শনিবার (১৫ জুলাই) বেলা ১২টায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দেশবাসীর কাছে সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে বিস্তারিত তুলে ধরা হবে। তবে সংবাদ সম্মেলনের স্থান উল্লেখ করা হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে। শুক্রবার রাতে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমির মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। সমাবেশের অনুমতি না দেওয়া প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, জামায়াতের সমাবেশে নাশকতার আশঙ্কা রয়েছে তাই অনুমতি দেয়া হয়নি। তারপরও তারা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ কঠোরভাবে দমন করবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস