বাংলাদেশ

চৌমুহনীতে ককটেল বিস্ফোরণ, ২ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় দুই
কেন্দ্রের আশপাশে আওয়ামী লীগ-বিএনপি
ধাওয়া-পাল্টা ধাওয়া ও কয়েকটি ককটেল
বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার সকাল ৮টায় ভোট শুরু হয়। এরপর সকাল
১০টার দিকে চৌমুহনী পৌরসভার এক নম্বর
ওয়ার্ডের এক নম্বর ভোটকেন্দ্র উত্তর
নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুই
নম্বর ভোটকেন্দ্র উত্তর নাজিরপুর নুরানি
মাদ্রাসার আশপাশে এ ঘটনা ঘটে।
এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় কেন্দ্র
দু’টিতে ভোটগ্রহণ স্থগিত করেছে জেলা
নির্বাচন কর্মকর্তা।
চৌমুহনী পৌর নির্বাচন কর্মকর্তা মো. মনির
হোসেন দু’টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত
করার বিষয়টি জানিয়েছেন।