বাংলাদেশ

মুক্তিযুদ্ধের আদর্শের দেশ গড়তে স্থায়ী নির্বাচন ব্যবস্থার বিকল্প নেই

প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, নির্বাচন নিয়ে দেশি-বিদেশি চক্রান্ত অব্যাহত রয়েছে। তিনি বলেন, ন্যূনতম ছাড়ের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন কমিয়ে আনা দরকার। প্রগতিশীল, অসাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের আদর্শের স্বদেশ গড়তে হলে স্থায়ীভাবে নির্বাচন ব্যবস্থার কোনও বিকল্প নাই। আর এর প্রথম দায়িত্ব সরকারের। বুধবার জাতীয় প্রেস ক্লাবে প্রগতিশীল ইসলামী জোট আয়োজিত ‘সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ ও আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষায় করণীয়’ অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন সাবেক এই সংসদ সদস্য। সভায় জোটের কো চেয়ারম্যান, সমন্বয়কসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। এম এ আউয়াল বলেন, অবিলম্বে ফিলিস্তিনের যুদ্ধকবলিত মুসলিম ভাই-বোনদের কাছে বাংলাদেশের ১৭ কোটি মানুষের সহযোগিতা পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নতি, আর উন্নত জীবনের যে প্রগতি নির্মাণ করেছেন, সেই নির্মাণকে আরও শক্তিশালী উপায়ে এগিয়ে নিতে অংশগ্রহণমূলক নির্বাচনের কোনও বিকল্প নেই। সুষ্ঠু নির্বাচনকল্পে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, তার মধ্যদিয়ে বাংলাদেশে উন্নতির নতুন দিক-দর্শনের উন্মোচিত হয়েছে। আসন্ন দুর্গাপূজায় কোনও ধরনের নাশকতা যেন না হয়, আইন-শৃঙ্খলা বাহিনীকে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এম এ আউয়াল বলেন, মুক্তিযুদ্ধের আদর্শে উন্নীত বাংলাদেশে যেন আর একটিও সাম্প্রদায়িক ঘটনা না ঘটে। সরকারের প্রতি বিশেষত, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি গভীর মনোযোগ আশা করছি। এলএবাংলাটাইমস/আইটিএলএস