বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে গেলেন বিমান বাহিনী প্রধান

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সস্ত্রীক এবং একজন সফরসঙ্গীসহ সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে আজ শনিবার ঢাকা ত্যাগ করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনী প্রধান সফরের অংশ হিসেবে বিমান বাহিনীর ২টি সি-১৩০ পরিবহন বিমানের নিরীক্ষণ ও রক্ষণাবেক্ষণের (পিডিএম এবং ‌‘সি‌ চেক’) কার্যক্রম পরিদর্শন করবেন। বিমান বাহিনী প্রধান সরকারি সফর শেষে ২১ অক্টোবর বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। এলএবাংলাটাইমস/আইটিএলএস