বাংলাদেশ

সিঙ্গাপুরে রাষ্ট্রপতির অস্ত্রোপচার

সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে আগামীকাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি করা হবে।   রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, আজ সকালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হন রাষ্ট্রপতি। আগামীকাল সকালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোস-এর তত্ত্বাবধানে রাষ্ট্রপ্রধানের অস্ত্রোপচার সম্পন্ন হবে। রাষ্ট্রপতি তার আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ সকলের দোয়া চেয়েছেন। উল্লেখ্য, চিকিৎসার জন্য গতকাল সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস