পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক ও ডিজিটাল স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে শেখ হাসিনার সরকার। দেশের প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গ্রামাঞ্চলের কমিউনিটি ক্লিনিক সচল করেছে বর্তমান সরকার।
বুধবার বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পঞ্চাশ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
সাবেক চেয়ারম্যান এম শামসুজ্জামান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক সচিব অশোক মাধব রায়, জাতীয় অধ্যাপক ড. এ কে আজাদ, জেলা প্রশাসক দেবী চন্দ, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের সময়ে দেশের প্রতিটি ৩১ শয্যার হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। যাতে সুচিকিৎসা পাচ্ছেন গ্রামাঞ্চলের মানুষ।
এর আগে পরিকল্পনামন্ত্রী বেসরকারি উদ্যোগে নির্মিত একটি হাসপাতালের উদ্বোধন করেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের সময়ে দেশের প্রতিটি ৩১ শয্যার হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। যাতে সুচিকিৎসা পাচ্ছেন গ্রামাঞ্চলের মানুষ।
এর আগে পরিকল্পনামন্ত্রী বেসরকারি উদ্যোগে নির্মিত একটি হাসপাতালের উদ্বোধন করেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস