আগামীকাল শনিবার রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ ঘিরে কোনো সহিংসতা হবে না বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
শুক্রবার দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির অভিষেক ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।
মন্ত্রী বলেন, ‘ঢাকায় কোনো সহিংসতা হবে না, দুই দল শান্তিপূর্ণ সমাবেশ করবে। সবাই রাস্তায় নামবে, নিজেদের কথা বলবে তারপর বাড়ি ফিরে যাবে। সবাই রাজনৈতিক কর্মসূচি পালন করবে, এটাই গণতন্ত্রের বিউটি (সৌন্দর্য)।
এম এ মান্নান বলেন, ‘আওয়ামী লীগই চলমান রাজনৈতিক অস্থিরতার সমাধান করবে। বাংলাদেশের জন্য আওয়ামী লীগের বিকল্প নেই। আবার আওয়ামী লীগও বাংলাদেশ এবং বাংলাদেশের সংবিধানের বিকল্প কিছু চিন্তা করতে পারে না।’ তিনি বলেন, ‘নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে, গণতন্ত্রের স্বার্থে যেসব ভুল বোঝাবুঝি দূর করবে আওয়ামী লীগ। এজন্য বাইরে থেকে কারও হস্তক্ষেপ মেনে নেবে না আওয়ামী লীগ। খাল কেটে কুমির আসতে দেওয়া হবে না। সব কিছু সংবিধান মেনেই হবে। তবে কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ অনুষ্ঠানে সিলেটের বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী এবং নবনির্বাচিত মেয়র আওয়ামী রীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এম এ মান্নান বলেন, ‘আওয়ামী লীগই চলমান রাজনৈতিক অস্থিরতার সমাধান করবে। বাংলাদেশের জন্য আওয়ামী লীগের বিকল্প নেই। আবার আওয়ামী লীগও বাংলাদেশ এবং বাংলাদেশের সংবিধানের বিকল্প কিছু চিন্তা করতে পারে না।’ তিনি বলেন, ‘নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে, গণতন্ত্রের স্বার্থে যেসব ভুল বোঝাবুঝি দূর করবে আওয়ামী লীগ। এজন্য বাইরে থেকে কারও হস্তক্ষেপ মেনে নেবে না আওয়ামী লীগ। খাল কেটে কুমির আসতে দেওয়া হবে না। সব কিছু সংবিধান মেনেই হবে। তবে কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ অনুষ্ঠানে সিলেটের বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী এবং নবনির্বাচিত মেয়র আওয়ামী রীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস