বাংলাদেশ

কূটনীতিকদের কাছে পৌর নির্বাচনে কারচুপির ‘প্রমাণ’ উপস্থাপন করল বিএনপি

ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের কাছে সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ করেছে বিএনপি। বুধবার বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন বিএনপি সিনিয়র নেতারা।

সোয়া চারটা থেকে সোয়া পাঁচটা পর্যন্ত ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

তিনি জানান, সম্প্রতি যে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেলো, সে নির্বাচনকে আমরা কিভাবে দেখছি, তা জানতে চেয়েছিলেন বিদেশি কূটনীতিকরা। তাদের কাছে নির্বাচনে অনিয়ম-কারচুপির বিষয়ে অভিযোগ তুলে ধরেছি আমরা।

আপনারা কোনো দালিলিক প্রমাণ দিয়েছেন কি-না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে রিপন বলেন, আমরা দালিলিক তথ্য-প্রমাণ উপস্থাপন করেছি।

তারা কোনো কমেন্টস করেছেন কি-না, জানতে চাইলে তিনি বলেন, প্রথাগতভাবে বিদেশি কূটনীতিকরা কোনো কমেন্টস করেন না। তবে আমরা কারচুপি-অনিয়মের বিষয়ে আমাদের অভিযোগ আমরা তুলে ধরেছি।

গত ৩০ ডিসেম্বর  এবং ১২ জানুয়ারি অনুষ্ঠিত ২৩৪ পৌরসভা নির্বাচনে বিএনপি মাত্র ২৪টি পৌরসভায় মেয়র পদে জয়লাভ করে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা জিতেছেন ১৮১ পৌরসভায়।

নির্বাচনে বিএনপি ২৮ ভাগ আর আওয়ামী লীগ ৫২ ভাগ ভোট পেয়েছে।

আজকের বৈঠকে সমসাময়িক রাজনৈতিক অন্যান্য বিষয়েও আলোচনা হয় বলেও জানান রিপন।

 বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিনস্ এবং সুইডেন, ডেনমার্ক ও তুরস্কের রাষ্ট্রদূতসহ ১৪টি দেশের কূটনীতিকরা বৈঠকে অংশ নেন।

বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকটি শুরু করে দিয়ে অন্য প্রোগ্রামে চলে গেছেন। দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী ও সাবিহউদ্দিন আহমেদ, মধ্যপ্রাচ্যে খালেদা জিয়ার বিশেষ দূত ইনামুল হক চৌধুরী এবং বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বৈঠকে উপস্থিত ছিলেন।