বাংলাদেশ

আইন অনুযায়ী বাংলাদেশের জাতীয় নির্বাচন দেখতে চায় চীন

‌‘সংবিধান ও আইন অনুযায়ী বাংলাদেশের জাতীয় নির্বাচন দেখতে চায় চীন’ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে চীন বাইরের কারও হস্তক্ষেপ চায় না। চীন নিজেও অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না।   বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের (ডিকাব) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চীনা রাষ্ট্রদূত বলেন, ‘এটি বাংলাদেশের প্রাক-নির্বাচনের বছর। গণমাধ্যমের অনেক বন্ধু আমাকে জিজ্ঞেস করতে আসেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চীনের পর্যবেক্ষণ কী? আমি জোর দিয়ে বলতে চাই, আসন্ন নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’ তিনি আরও বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশিটির জনগণ। চীন বাংলাদেশের উন্নত ভবিষ্যতের পাশাপাশি যৌথ সম্পর্কের ব্যাপারে দৃঢ় আত্মবিশ্বাসী।  এলএবাংলাটাইমস/আইটিএলএস