বাংলাদেশ

আমরা লুটপাটের রাজনীতি করি না : সৈয়দ আশরাফ

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দল ও দেশ ঐক্যবদ্ধ আছে, তিনি মুখে যা বলেন তাই করেন, আমরা লুটপাটের রাজনীতি করি না’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বুধবার চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সৈয়দ আশরাফ বলেন, ‘আওয়ামী লীগ গণতান্ত্রিক আন্দোলনে অনেকবার রক্ত দিয়েছে। পৃথিবীর কোনো আন্দোলনে কোনো দল বা দেশ এতো রক্ত দেয়নি, যা আওয়ামী লীগ দিয়েছে। আমরা নেতা নির্বাচিত করি ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিকভাবে। আজও সম্মেলনের মাধ্যমে আমরা নেত্রীর নির্দেশে নেতা নির্বাচন করবো।’

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘আল্লাহ ছাড়া আওয়ামী লীগ কাউকে ভয় পায় না। খালেদা জিয়া দেশের বিরুদ্ধে কথা বলায় আইনগত ব্যবস্থা নেয় হয়েছে। কারো ভয়ে আমরা মামলা করিনি।’

তিনি বলেন, ‘বিএনপি প্রায় নিঃস্ব হয়ে গেছে। তাদের হুমকি ধামকিতে আওয়ামী লীগের মতো একটি শক্তিশালী দল ভয় পায় না।’

জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া এমপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় সম্মেলনে আরো বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি।

আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আ. মতিন খসরু এমপি, সাবেক মন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি, সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী, আলহাজ ওসমান গণি পাটওয়ারী, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শামছুল হক মন্টু পাটওয়ারী, অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া প্রমুখ।

সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

সৈয়দ আশরাফুল ইসলাম জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ নাসির উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের নাম ঘোষণা করেন।