বাংলাদেশ

ভিপি নুরকে হাইকোর্টে তলব

বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি ও ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে তলব করেছেন হাইকোর্ট।   রোববার (১৭ ডিসেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ এই আদেশ দেন। এ বিষয়ে ব্যাখ্যা জানাতে আগামী ১৭ জানুয়ারি তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। এর আগে, গত ৭ ডিসেম্বর অবরোধের সমর্থনে রাজধানীতে এক সমাবেশে বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছিলেন ডাকসুর সাবেক এই ভিপি। নুরের দেওয়া ওই বক্তব্য নিয়ে ৭ ডিসেম্বর একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। রাষ্ট্রপক্ষের সহকারী অ্যাটর্নি জেনারেল কালীপদ মৃধা প্রতিবেদনটি আদালতের নজরে আনেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস