বাংলাদেশ

বিএনপির ষড়যন্ত্র দেশের মানুষ রুখে দিয়েছে : সালমান এফ রহমান

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সালমান এফ রহমান বলেছেন, বিএন‌পি নির্বাচন বানচা‌লের জন্য নানা ষড়যন্ত্র করেছে। কিন্তু দে‌শের মানুষ তা রু‌খে দি‌য়ে‌ছে। বিএ‌নপি এখন অস‌হ‌যোগ আন্দোলন কর‌ছে, যা হস্যকর।   বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) তার নির্বাচনী এলাকা নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকায় দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। কিন্তু বিএনপি এটা সহ্য করতে না পেরে দেশের মানুষ পোড়াচ্ছে। ‌‘সারাবিশ্ব এই নির্বাচ‌নের দি‌কে তা‌কি‌য়ে আছে’ মন্তব্য করে সালমান এফ রহমান বলেন, সরকার সুষ্ঠু ও নির‌পেক্ষ নির্বাচ‌ন কর‌তে প্রশাসন‌কে নি‌র্দেশ দি‌য়ে‌ছে। সুষ্ঠ‌ নির্বাচ‌নের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হ‌বে না।


এলএবাংলাটাইমস/আইটিএলএস