বাংলাদেশ

বিশ্বের সেরা ১০ রাষ্ট্রনায়কের একজন শেখ হাসিনা : ওবায়দুল কাদের

‘আমার বলতে কোনো দ্বিধা নেই, বিশ্বে সেরা দশজন রাষ্ট্রনায়কের মধ্যে শেখ হাসিনা একজন। এটা আমি মন্ত্রী বলে বলছি না, গর্বের সাথে বলছি। আজকে বাংলাদেশ করে আমরা তো ভুল করিনি। এ দেশ স্বাধীন করে বঙ্গবন্ধু ভুল করেননি। তার প্রমাণ আজ জাতির সামনে।’

শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিন্ট্রেশনে (আইবিএ) ‘এসিবিএ রি-ইউনিয়ন ২০১৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের রাজনীতিতে আরও ভালো মানুষ চাই। আমাদের রাজনীতিতে সৎ মানুষ চাই। আমাদের রাজনীতিতে আরও পরিচ্ছন্ন মানুষ চাই। আমাদের রাজনীতিতে আরও চ্যালেঞ্জ অতিক্রম মানুষ চাই। তাহলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।’

রি-ইউনিয়নে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান পাপন।

আরও উপস্থিত ছিলেন আইবিএর সাবেক পরিচালক অধ্যাপক আব্দর রব, বর্তমান পরিচালক অধ্যাপক এ কে এম সাইফুল মজিদ, ব্রিগেডিয়ার মাহবুব উর রহমানসহ প্রমুখ।

পদ্মা সেতুর কাজের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মে মাসে সেতুর ফিনিশিং লেয়ারের কাজ শেষ হবে।’

নাজমুল হাসান পাপন বলেন, ‘বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আগের মতো এখন আর নেই বাংলাদেশ।’